নষ্ট নারী
- গোলাম কিবরিয়া সৌখিন - মৃত্যু চিন্তা ০২-০৫-২০২৪

একদিন হবি লাশ...
দুনিয়ায় ছিলি কত নরের ক্রাশ!
তাহাদের মধ্য হতে কেউ কাটবে বাঁশ।
কেউ ঝরাবে অশ্রু চোখের, কথার জালে ফাঁস।

ভবলীলা সাঙ্গ করে একলা পথের পথিক হলে,
বুঝবি সেদিন খুব করে।
অসাধারণ দুনিয়া কেমন করে সাধারনের মাত্রা ছাড়াবে।

কত পুরুষের নির্ঘুম রাতের কারণ ছিলি তুই পাপিষ্ঠা সৌন্দর্যের প্রতীকি।
ওড়না বিহীন বুকের দিকে লোলুপ দৃষ্টে যুদ্ধের ময়দানে উত্তপ্ত তীরের গতি।

একদিন হবি লাশ
দুনিয়ায় ছিলি কত পুরুষের ক্রাশ।

যেদিন ভাসবে নিথর দেহ,
পোকামাকড়ের পেটের ক্ষুধা,
মিটবে তোর মাংসপিণ্ডে
চলন বাঁকা নষ্ট তুই,
সেদিন তাহা দেখাবি কই?

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।